সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ আয়োজিত বর্ণিল সাংস্কৃতিক উৎসব ‘ইংলিশ কার্নিভাল–২০২৫’ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘হ্যামলেট’ পরিবেশন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের খোলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক সারোয়ার জাহান, রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইশরাত জাহান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা অভিনয়, নাচ, গান, কসপ্লে ও হৃদয়ছোঁয়া নাটক ‘ভয়েসেস ফ্রম প্যালেস্টাইন’, পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিভাগীয় শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহ-শিক্ষাক্রমিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করে সবসময়।
Leave a Reply