চট্টগ্রাম পলিটেকনিক গ্রীন ও ক্লিন ক্যাম্পাসের কার্যক্রমের উদ্বোধন।
আজ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গ্রীন ও ক্লিন সিটি এবং হেলদি সিটি গঠনকল্পে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র-শিক্ষকদের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্তব্যরত কর্মকর্তাদের নিয়ে আজ এই কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এ সময় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামাল হোসেন বলেন আমরা চাই আমাদের এই ছত্রিশ একর জায়গার মধ্যে গড়ে ওঠা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউ ট ,আবাসিক ও হোস্টেল এলাকা সবুজায়ন ও গ্রিন ক্লিন সিট হিসেবে আমরা গড়ে তুলবো। এ বিষয়ে বিগতের সময় সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করেছে আগামীতে ও সহযোগিতা করবে। কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গ্রীন সিটি, ক্লিন সিটি এবং হেলদিসিটি বাস্তবায়ন করতে হলে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। মেয়রের ভিডিও পদক্ষেপের কারণে এবারের জলবদ্ধতা নিরসন সম্ভব হয়েছে এবং কোথাও পানি উঠে নাই এজন্য ধন্যবাদ জানাচ্ছি।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৮নং শুলুক বহর ওয়ার্ডের মোঃ তারেক রহমান, সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
সংবাদদাতা
শাহারুল আল রাফি
সিনিয়র যুগ্ন-আহ্বায়ক
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
Leave a Reply