স্বেচ্ছাসেবক দল জনগণের সেবকের ভূমিকা পালন করবে -জমির উদ্দিন নাহিদ
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হামলা-মামলা, গুম-খুন উপেক্ষা করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সে নির্বাচন ঘিরে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে যেকোন প্রতিকূল পরিস্থিতির জন্য সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। বিপদে আপদে জনগণের পাশে দাঁড়াতে হবে। স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা স্বেচ্ছায় জনগণের সেবকের ভূমিকা পালন করবে।
২৫ আগস্ট (সোমবার) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ এলাকায় একটি হোটেলে ৪২নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলম এর সভাপতিত্ব পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কামাল হোসেন, জাবেদ শাফায়াত সুবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব নুরুল কবির পলাশ,যুগ্ন আহবায়ক আব্বুর দাবির,ফরহাদ আজাদ, ,আতিকুর রহমান আরিফ, খুলশী থানার যুগ্ন আহবায়ক মোহাম্মদ আজিজ আজম ৪২নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক আসলাম হোসেন পাপ্পু প্রমুখ । সঞ্চালনায় ছিলেন ৪২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাঈন উদ্দিন।
এসময় ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মোঃ জাহিদুল ইসলাম
সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত)
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।
Leave a Reply