1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম জিয়া ছিলেন স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী -নাজিমুর রহমান স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস শহীদ ওসমান হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল জঙ্গল সলিমপুর আলিনগর সমবায় সমিতির নেতা ইয়াসিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ সাধারণ জনগণ তীব্র শীতে পাহাড়ি জলগোষ্ঠী চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক সাংহতি ফেডারেশন তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন তারেক রহমান দেশে ফিরেছে বীরের বেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নিজেদের বদলালেই রাষ্ট্র বদলাবে—রোভার স্কাউটদের উদ্দেশ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক

তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩

তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলে আবুল হাশেম বক্কর

তারেক রহমানের আগমনে সারাদেশের মানুষ উচ্ছ্বসিত

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সারাদেশের মানুষ আজ উচ্ছ্বসিত। গোটা জাতি অধীর আগ্রহে তাঁর প্রতীক্ষায়। দীর্ঘ ১৭ বছর পর তিনি আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করবেন।দেশের এই চরম ক্রান্তিলগ্নে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। তাঁর সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বিধ্বস্ত বাংলাদেশ অতী দ্রুত সেরে উঠবে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্খিত সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান নতুন সূর্যোদয়ের মতো জাতির সামনে হাজির হবেন।

‌তি‌নি মঙ্গলবার (২৩‌ ডি‌সেম্বর) বিকা‌লে নগরীর কা‌জির দেউরী কাঁচা বাজারে সাম‌নে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন উপল‌ক্ষে স্বাগত মি‌ছিলপূর্ব সমা‌বে‌শে এসব কথা ব‌লেন।

আবুল হাশেম বক্করের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিলটি কা‌জির দেউরী কাঁচা বাজারে সাম‌নে থেকে শুরু হয়ে কাজীর দেউরী মোড়, আলমাস সিনেমা মোড় হয়ে ওয়াসা মোড়ে গিয়ে শেষ হয়।

তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সকল শ্রেণি পেশার মানুষের স্বপ্নকে ধারণ করে আগামী দিনে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছেন। তাই জাতির এই চরম ক্রান্তিকালে তারেক রহমানের উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে। কারণ দেশ ও জনগণের স্বার্থে তারেক রহমানে সুযোগ্য নেতৃত্ব আজ বেশী প্রয়োজন। এদেশের আপামর মানুষের প্রত্যাশা, তারেক রহমানই হবেন আগামীর নতুন বাংলাদেশের অভিভাবক। তিনি এদেশের হাল ধরবেন। সঠিক দিকনির্দেশনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, সা‌বেক সহ সাধারন সম্পাদক সা‌হেদ বক্স, শাহ আলম, কেন্দ্রীয় ম‌হিলা দ‌লের সা‌বেক যুগ্ম সম্পাদক ফা‌তেমা বাদশা, মহানগর ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, মহানগর বিএন‌পি নেতা আবদুল নবী প্রিন্স, মোহাম্মদ আলী, হাজী নবাব খান, মো. ইকবাল হোসেন, স‌ফিক আহমেদ, ইউনুছ চৌধুরী হা‌কিম, আবদুল হাই, ইউসুফ সিকদার, হা‌মিদুর রহমান, রে‌জিয়া বেগম মু‌ন্নি, ওয়ার্ড বিএন‌পির আহবায়ক আ‌লি আব্বাস খান, মো. হাসান, সদস‌্য স‌চিব আলমগীর আলী, মো. সালাউ‌দ্দিন, সুলতান মাহমুদ সুমন, ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক সৈয়দ আবুল বসর, হাজী আবু ফ‌য়েজ, নূর হো‌সেন, ‌মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ সে‌লিম খাঁন, এরশাদ হো‌সেন, ই‌দ্রিস আলম, কামরুন নাহার লিজা, আ‌মিন উল্লাহ, দিদারুল ইসলাম দিদার, তানভীর ম‌ল্লিক, বজল আহমদ, মো. হেলাল, মো. হাসান, ‌শেখ সে‌লিম, আবদুল মান্নান, নূর উ‌দ্দিন, মো. ই‌দ্রিস, দুলাল সওদাগর, শামীম আহমদ, মো. বেলাল, সা‌লেহ আহমদ, তাস‌লিমা বেগম, কামরুন্নেছা, শা‌মিমা নাস‌রিন, মাঈন উ‌দ্দিন রা‌জিব, আবু সা‌লেহ আ‌বিদ, ইয়াবুব আ‌লি জু‌য়েল, মো. হুমায়ুন, আলতাজ বেগম, মো. আ‌রিফ প্রমুখ।

সংবাদ প্রেরক

শহীদ ইকবাল
একান্ত সচিব
আবুল হাশেম বক্কর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews