সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারী ০২ জন গ্রেফতার*
অদ্য ১৭/১১/২০২৫ খ্রিঃ মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগর হালিশহর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী ০৪টি অস্ত্র মামলাসহ ০৬টি মামলার আসামী ০১। মোঃ মোরশেদ (৩৫) পিতা- জানে আলম, মাতা- নিলুয়ারা বেগম,স্থায়ী : জেবল হোসেন মিস্ত্রী বাড়ী,সং-সাগরিক রোড, মুরগী ফার্ম, ডাক-কাষ্টমস একাডেমী) , উপজেলা/থানা- পাহাড়তলী, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশ এবং আসামী ০২। মো: ছগির প্র: গুরু ছাগির (৪৬), পিতা- আহাম্মদ শরীফ, মাতা-ফরিদা বেগম, সাং-হাজীপাড়া (নজু মিয়ার বাড়ী) , উপজেলা/থানা- ডবলমুরিং, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশদ্বয়কে ০১(এক)টি বিদেশী পিস্তল ও ০২(দুই) রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। অত্র পিস্তল দিয়ে আসামীদ্বয় বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল মর্মে আসামীদ্বয় জানান। অত্র বিষয়ে হালিশহর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply