চট্টগ্রামে খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে আজ দুপুরে অনুষ্ঠিত হলো খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবীর। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. নিয়াজুদ্দীন।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই জনগণের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দেশের অভ্যন্তরে যথেষ্ট খাদ্য মজুদ নিশ্চিত করতে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করে খাদ্য আমদানির ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। আমরা চাই, এই কার্যক্রমের প্রতিটি ধাপ স্বচ্ছভাবে পরিচালিত হোক এবং জনগণ যেন সহজে ও নির্বিঘ্নে এ সুবিধা ভোগ করতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করলে এ কর্মসূচির সুফল প্রত্যেক নাগরিকের কাছে পৌ
Leave a Reply