ত্রিমুখি ষড়যন্ত্রের শিকার যমুনা অয়েল কোম্পানির সিবিএ নেতা ইয়াকুব
নিজস্ব প্রতিবেদক
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিয়ে গড়ে ওঠে যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়ন, আর এই সংগঠনের কাজ হল অসহায় নির্যাতিত নিষ্পেষিত অসহায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের সংগ্রাম এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের একটি যুগোপযোগী সংগঠন। আর এই সংগঠনটিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধে যার নাম কি প্রথমে উঠে আসে তিনি হচ্ছেন অবহেলিত শ্রমিকদের প্রাণ বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব। তার বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনটি আজ শ্রমিক শোষণ কারীদের বিরুদ্ধে মূর্তিমান এক আতঙ্ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায় সফল নেতৃত্বের কারণে বার বার নির্বাচিত সিবিএ নেতা মোহাম্মদ এয়াকুব অসহায় শ্রমিকদের প্রাণভোমরা পরিণত হওয়ার কারণে একটি
কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন প্রতিনিয়ত, হয়েছেন একাধিক মিথ্যে মামলার আসামি। যমুনা ওয়েল কোম্পানির লেবার ইউনিয়নের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি দু’বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনের প্রতিবারই একক সংখ্যাগরিষ্ঠতায় শ্রমিক বান্ধব শ্রমিক নেতা মোঃ ইয়াকুব বিপুল পরিমাণ ভোটে জয়ী হয়ে যায়, তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি পরাজিত শক্তি তার বিরুদ্ধে কুৎসা রটানোর কাজে লিপ্ত রয়েছে। এক সময় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত, জাল-জালিয়তি ও প্রতারণার অপরাধে চাকুরীচ্যুত হওয়া একটি চক্র সিবিএর সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুবের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। অফিসে কর্মরত বিভিন্ন সহকর্মীদের সাথে কথা বলে জানা যায় শ্রমিকদের পক্ষ হয়ে কথা বলা অন্যায়ের কাছে মাথা নত না করা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, এবং শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে অপরাধীদের সাথে আপোষ না করার কারণে প্রতিনিয়ত একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
Leave a Reply