সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ০৬ রাউন্ড কার্তুজ সহ ০২ জন আসামী গ্রেফতার
বাকলিয়া থানার এসআই(নিঃ)/মোবারক হোসেন সংগীয় অফিসার ফোর্স সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ০১/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২৩.১০ ঘটিকা হতে ২৩.৪৫ ঘটিকা পর্যন্ত বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার দোতলা মসজিদ আলম কুটিরের গলি দেলোয়ার হোসেনের কলোনীর ০৭নং কক্ষে আসামী রুবেলের ভাড়া বাসায় তল্লাশী করে আসামী ১। মোঃ রুবেল (২৫), পিতা-মোঃ আবুল খায়ের প্রঃ বানু মিয়া, মাতা-মছুদা আক্তার, সাং- বড় হাতিয়া, সেনেরহাট, হাজীপাড়া, মোস্তাফিজ সওদাগরের বাড়ী, ওয়ার্ড নং-০২, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- কালামিয়া বাজার, দোতলা মসজিদ, আলম কুটির গলি, দেলোয়ার হোসেনের কলোনী, ৭নং রুম, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। আজিজুল হক প্রঃ আজিজ (৩৭), পিতা-ছব্বির আহাম্মদ, মাতা-সাহারা খাতুন, সাং-ফকিরাজোম পাড়া, কালারমারছড়া, ওয়ার্ড নং-০৭, হামিদার বাপের বাড়ী, থানা-মহেশখালী,জেলা-কক্সবাজার, বর্তমানে-অক্সিজেন নয়ারহাট রোড সংলগ্ন অক্সিজেন কাঁচাবাজার, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদ্বয়ের হেফাজত হতে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি এবং শটগানের ০৬টি তাজা কার্তুজ উদ্ধারপূর্বক ০১/০৯/২০২৫ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-০৩, তাং-০২/০৯/২০২৫, ধারা-19(f) The Arms Act. 1878 রুজু করা হয়।
Leave a Reply