বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আজ রোজ শুক্রবার ২৯ তারিখ বিকেলে নগরীর বাকলিয়া থানাধীন নুর হোসেন চেয়ারম্যান বাড়ির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাকলিয়া থানা যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব খান বাবু, তিনি বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাকলিয়া থানা বিএনপি নেতা মো: জাহেদ হোসেন বলেন “ দেশের চলমান সংকট উত্তরণে বিএনপির আন্দোলনকে বেগবান করতে হলে তৃণমূলের নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা নুরুল আলম, শওকত আকবর, জাহাঙ্গীর, আলতাফ, রিমন, সৈকত, সুমন, মজিব, পারভেজ, ইউসুফ, মহিলা দলের নেত্রী নুরজাহান, পিয়ারা বেগম, মিনু আরা বেগম, আরও উপস্থিত ছিলেন যুবদলের নেতা আল আমিন, নাজিম, রুবেল, কাওসার কোম্পানি, সবুজ, জামাল, মিরো, শাহ আলম, জাহিদ, হোসেন, দুলাল, লিটন, ছাত্রদলের নেতা আব্দুল কাদের, মুন্না, ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা ১লা সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ব্যাপক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়েছে
Leave a Reply