চট্টগ্রাম নগরীর পূর্ব মাদার বাড়ী হরিজন সমাজ পঞ্চায়েত কমিটি ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে
হেও প্রতিপন্ন করে একটি গোষ্ঠী মিথ্যা ভিত্তিহীন মামলা এবং অপপ্রচার চালাচ্ছে, এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় হরিজন সেবক কলনী এলাকায় উদয় যুব সংঘ ক্লাব কার্যলয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয
এসময় উপস্থিত ছিলেন হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির প্রধান সদ্দার ভোলা দাশ, উপ প্রধান সদ্দার মোদন হাজারী, রাজন দাশ, মঙ্গল সদ্দার যুব সংঘের প্রধান উপদেষ্টা জগদীশ দাশ, জশী গোলাপ দাশ, সংগঠনের সভাপতি রাজেশ দাশ, সাধারণ সম্পাদক রাকেশ দাশ ,সাংগঠনিক সম্পাদক সোহেল দাশ পরশরাম সহ-সভাপতি রঘূনন্দন হাজারী সহ সমাজের না শ্রেণী-পেশার যেন সাধারণ উপস্থিত ছিলেন
এ সময় বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সকল প্রশাসনের কাছে আকুল আবেদন ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিত করেন
Leave a Reply