1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম নগরীর পূর্ব মাদার বাড়ী হরিজন সমাজ পঞ্চায়েত কমিটি ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হেও প্রতিপন্ন করে একটি গোষ্ঠী মিথ্যা ভিত্তিহীন মামলা এবং অপপ্রচার চালাচ্ছে, এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় হরিজন সেবক কলনী এলাকায় উদয় যুব সংঘ ক্লাব কার্যলয়ে সংবাদ সম্মেলন র্তীকালীন সরকার শুরু থেকেই জনগণের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। নগরীর ১৮ নং ওয়ার্ড বাকলিয়া এলাকায় ৫০০ মানুষকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান চট্টগ্রাম(৯) আসনের সম্ভাব ধানের শীষ পদপ্রার্থী মোঃ শামসুল আলম এর পক্ষ থেকে দূর্গা পূজা উপলক্ষে সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, এবং শ্রমিকদের দাবি, আদায়ে আপোষ নন’ তাই প্রতিহিংসার কারণে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান,শ্রমিক নেতা মোঃ ইয়াকুব নগরীর বাকলিয়া থানা ছাত্রদল নেতা মোঃ ইলিয়াস এর নেতৃত্বে, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়  নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব, মোঃ মহিউদ্দিন মিজান এবং যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা এবং অপপ্রচারের প্রতিবাদে সমাজ কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সংগ্রামী নেতা মোঃ মহিউদ্দিনের বিরুদ্ধে হয়রানিমূলক ষড়যন্ত্রকারীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি ও শটগানের ০৬ রাউন্ড কার্তুজ সহ ০২ জন আসামী গ্রেফতার   ভুয়া সাইবার মামলা থেকে অব্যহতি পেলেন ফেনীর ৬ সাংবাদিক

ভাষা শহীদ ভাষা সৈনিক লও সালাম

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৪

অসংখ্য ভাষা আছে পৃথিবীতে। কিন্তু মায়ের মুখে শোনা ভাষাটির প্রতি দুর্বলতা সহজাত। এ ভাষাতে মনের ভাব প্রকাশ করতে শেখে শিশু। ফলে মায়ের ভাষার অমর্যাদা কেউ মানতে পারে না। যেমন পারেনি বাঙালি বীর সন্তানেরা। রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রাণ উৎসর্গ করেছিল তাঁরা। ইতিহাসে নাম লিখিয়েছিল বরকত, শফিক, রফিক, সালাম, জব্বারেরা। তাঁদের রক্তের বিনিময়ে নতুন প্রাণ পায় বাংলা ভাষা। তবে এখানেই শেষ নয়। নতুন করে আন্দোলন শুরু হয় সার্বিক মুক্তির জন্য। অধিকারের দাবিতে স্বোচ্চার হয়ে ওঠা বাংলা পাকিস্তানীদের কপালে চিন্তার বলি রেখা টেনে দেয়। ভাষার মাস ফেব্রুয়ারি আজ ১৪তম দিন। আর মাত্র সাত দিন পরেই মহান একুশে ফেব্রুয়ারি। যেদিন বাঙালি বীর সন্তানরা ভাষার দাবিতে রাজপথে বুকের তাজা রক্তে রঞ্জিত করে আদায় করে ছিল মাতৃভাষার দাবি। ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি লাভ করে বায়ান্নর ফেব্রুয়ারিতে। তবে ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলা ভাষার দাবিটি প্রথম উপস্থাপন করেন কুমিল্লা থেকে নির্বাচিত বাঙালি গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার জন্য একটি বিল আনেন। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ বাঙালি পার্লামেন্ট সদস্যদের একাংশ এর পক্ষে সমর্থন দিলেও মুসলিম লীগের এমপিরা এর বিরোধীতা করে। ফলে বাতিল হয়ে যায় ধীরেন্দ্রনাথ দত্তের উত্থাপিত এই প্রস্তাবটি। তার পরেও দমে যাননি ধীরেন্দ্রনাথ। তিন তিন বার বিভিন্ন সংশোধনীসহ বিলটি পুনরায় উত্থাপন করেন। কিন্তু প্রতিবারই একই ভাগ্য বরণ করে এই প্রস্তাবটি। মুসলিম লীগের তীব্র বিরোধীতার মুখে বাতিল হয়ে যায় তার প্রস্তাবটি।

এর পর ৪ থেকে ৭ মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠাকে সামনে রেখে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির শীর্ষমুখদের সমন্বয়ে গঠিত হয় স্টুডেন্টস অ্যাকশন কমিটি’। এ স্টুডেন্টস অ্যাকশন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনের রূপরেখা প্রণয়ন করে। স্টুডেন্টস অ্যাকশন কমিটির উদ্যোগে ১১ মার্চ ১৯৪৮ বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়। এভাবেই শুরু হয় ভাষা আন্দোলনের প্রাথমিক পর্বটি। যার ফলে ধীরে ধীরে বাংলা ভাষার পক্ষে সমর্থন আসতে থাকে সাধারণ মানুষের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews