পানি ভবন, ঢাকায় অনুষ্ঠিত “নদী পুনরুদ্ধার: বাংলাদেশের জন্য শিক্ষা” শীর্ষক সেমিনারে পানি সম্পদ মন্ত্রণালয় এর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশকে নদী পুনরুদ্ধারের একটি মডেল হিসেবে গড়ে তুলতে এডিবি এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা কামনা করেন।
তিনি বুড়িগঙ্গা নদীতে ট্যানারির ক্রোমিয়াম দূষণের বিষয়ে গুরুত্বারোপ করে নীতিমালার চেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি জাতীয় নদী রক্ষা কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট, এবং পানি মডেলিং ইনস্টিটিউটের দক্ষতা কাজে লাগিয়ে এডিবির সহায়তায় একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য পরামর্শ প্রদান করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ সেমিনারে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইজাজ, বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
অন্যান্য বিশিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এ.কে.এম. তাহমিদুল ইসলাম (মহাপরিচালক, বাপাউবো), ড. মো. কামরুজ্জামান (ডিওই) এবং এডিবির পানি বিশেষজ্ঞরা— ইয়াওঝো ঝোউ, ইয়াসমিন সিদ্দিকী, আও শিওন ই, ঝুলিয়াং কাই, স্টেফান রাউ, এরিক কিনসিউ, অরুণ শমশের রানা এবং কেনিচি ইয়োকোয়ামা, যাঁরা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।
নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস. এম. আবু হোরায়রা এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান খান ইউসুফজাই সেমিনারে অংশগ্রহণ করেন।
Leave a Reply