1. admin@channelcity24.com : admin :
  2. emonhabibkhan233@gmail.com : Emon habib : Emon habib
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য বৈষম‍্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মানে সৎ-যোগ্য নেতৃত্ব অপরিহার্য মুহাম্মদ শাহজাহান সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় করণীয়, ইপিজেড থানা পুলিশের অভিযানে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে বিদেশী নাগরিকের ছিনতাইকৃত মোবাইল উদ্ধার কক্সবাজারের মহেশখালীতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড। চট্টগ্রাম নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার বিতরণ জামায়াতে ইসলামী দেশকে একটি জনকল্যাণমুখী স্বনির্ভর আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়- নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৮ ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চোরাই সিএনজি ও নাম্বার প্লেট পরিবর্তনের সরঞ্জাম উদ্ধারসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার

  • শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫১

*সিএমপি’র ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে ০৩টি চোরাই সিএনজি ও নাম্বার প্লেট পরিবর্তনের সরঞ্জাম উদ্ধারসহ চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার প্রসঙ্গে*

সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগে কর্মরত মামলার বাদী এসআই/মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গত ২৩/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রাত ২৩.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিতিত্তে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা আল মাদানী রোড, ৩নং গলির মোল্লা অটো ইঞ্চিনিয়ারিং নামক হাসানের ওয়ার্কশপের ভেতরে অভিযান পরিচালনা করে  চোরাই সিএনজি বেঁচাকেনার সময় আসামী ১। মোঃ হাসান পাটোয়ারী(৩৭) ও ২। মোঃ বিল্লাল হোসেন (৩৮) দ্বয়কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান পাটোয়ারী এর দেখানো মতে আসামীদ্বয়ের দখল ও হেফাজত হতে ক) ০১(এক)টি প্রাইভেট সিএনজি, যার গায়ে রেজি নং-ঢাকা-দ-১১-০৫৬৮ নাম ফলক আছে, যার চেসিস নম্বর MD2AAAFZZTWM
51094 লেখা আছে, খ) অ হইতে ত পর্যন্ত ২৬টি লেটার পাঞ্চ, ০ হতে ৯ পর্যন্ত ০৯(নয়) টি লেটার পাঞ্চ, সর্বমোট ৩৫(পয়ত্রিশ) টি লেটার পাঞ্চ, গ) ড্রিল মেশিন ০১টি, ঘ) কাঁটার ০২টি, ঙ) ০১টি নাম্বার প্লেইট, যার গায়ে চট্টগ্রাম-থ-১৩-৩৪১১, চ) রিপিট গান ০২টি, ছ) হাতুড়ী ০১টি, জ) প্লাস ০১টি, ঝ) রেত ০১টি, ঞ) স্ক্র ড্রাইভার ০১টি উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় স্বীকার করে যে, তারা ইতিমধ্যে চোরাইগাড়ী সংগ্রহ পূর্বক ইঞ্চিন নম্বর এবং চেসিস নম্বর পরিবর্তন করে জনৈক নেজাম (৪০) এর নিকট একাধিক সিএনজি বিক্রি করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নিয়ে অভিযান পরিচালনা করে ২৪/০৫/২০২৫ইং তারিখ ০১.৩০ ঘটিকার সময় চাঁন্দগাও থানাধীন শরফতউল্লাহ পেট্রোল পাম্পের পেছনে নেজামের গ্যারেজে উপস্থিত হওয়া মাত্র পুলিশের উপস্থিতি আসামী নেজাম কৌশলে পালিয়ে যায়। তখন গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হাসান পাটোয়ারী, ২। মোঃ বিল্লাল হোসেন’দ্বয়ের দেখানো ও সনাক্তমতে মতে পলাতক আসামী নেজামের গ্যারেজ হতে চেসিস নম্বর
পরিবর্তনকৃত ক) ০১টি প্রাইভেট সিএনজি, যার গায়ে রেজি নং-ঢাকা-দ-১১-২৪৫৭, খ) ০১টি প্রাইভেট সিএনজি, যার গায়ে রেজি নং-ঢাকা-দ-১৪-০৪০৮ উদ্ধার করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও...
© All rights reserved © 2025 channel City
Theme Customized By BreakingNews