মুখোশ পরে ‘তাণ্ডব’ চালালেন শাকিব খান
বিনোদন ডেস্ক
১৮ মে ২০২৫, ১৩:০১
প্রকাশ পেল সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার এক ঝলক। রোববার (১৮ মে) প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে টিজারটি প্রকাশ করার পর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। এদিকে নায়ক শাকিব খানও একটি বার্তা দিয়ে প্রকাশ করেছেন এটি।
ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!’
তিনি আরও লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে..’
টিজারে দেখা যায়, মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়।
একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।
Leave a Reply