নগর ভবন অবরুদ্ধ, আসিফের পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক :
18 May, 2025
নগর ভবন অবরুদ্ধ, আসিফের পদত্যাগ দাবি
নগর ভবন অবরুদ্ধ, আসিফের পদত্যাগ দাবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেয়ার দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার কর্মী-সমর্থকরা।
তবে, আজ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনে থাকা নেতাকর্মীরা।
রোববার (১৮ মে) সকাল থেকে চতুর্থ দিনের মতো চলছে এ আন্দোলন।
এসময় নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে কর্মী-সমর্থকরা ইশরাককে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দিচ্ছেন।
আন্দোলনে বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ আছে।
আন্দোলনকারীরা বলেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন।
মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে অন্তর্বতী সরকার আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তাদের।
উল্লেখ্য, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসনেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
পরদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই ইসি ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করেছে।
এরপর ৫ মে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কিনা বা অন্য কোনো আইনি পদক্ষেপ নেবে কিনা, দ্রুত সময়ের মধ্যে অবগত করার অনুরোধ জানায় স্থানীয় সরকার বিভাগ।
তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করবে না বলে ১৩ মে স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে নির্বাচন কমিশন।
Leave a Reply