জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে এবং সাভারে প্রকাশ্যে গুলি করে হত্যার মামলায় সাবেক আনসার সদস্য ওমর ফারুক এবং সাভারের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার (১৮ মে) সকালে রাজধানী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ওই ছয় জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় রাজু নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে আনসার সদস্য ওমর ফারুকের বিরুদ্ধে।
এদিকে সাভারে গুলির পর পুলিশের সাঁজোয়া যান থেকে ফেলে দেয়া শিক্ষার্থী শাইখ আসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা বিরুলিয়ার চেয়ারম্যান সাইদুর রহমান সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আমরা অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি: আব্দুল্লাহ তাহেরআমরা অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি: আব্দুল্লাহ তাহের
বিচারপতি মো গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালের শুনানি হবে। এর আগে গত ১১ মার্চ ট্রাইব্যুনাল এই মামলায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
Leave a Reply