মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশন, নির্মাণ শ্রমিক কর্মচারীর ফেডারেশন ও মোটরযান শ্রমিক ফেডারেশন উদ্যোগে মহান মে দিবস উদযাপিত হয়েছে। সকালে নগরির জামাতুল ফালাহ মাঠ থেকে মিশিল সহকারে rali বের হয়ে কাজির ডেউড়ি, পথসভা অনুষ্ঠিত হয়।এতে চ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস কে খোদা তোতন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মোঃ নুরুলকবির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ থানা কমিটির নেতৃবৃন্দ শ্রমিকের বিভিন্ন রকমের দাবি নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। পরে রেলীটি জুবলী রোড়, নিউ মার্কেট, সদরঘাট, বারিক বিল্ডিং মোড় আগ্রাবাদ, দেওয়ান হাট টাইগার পাস মোড়, লালখান বাজার হয়ে জমাতুল ফালাহ মাঠে এসে শেষ হয়।
Leave a Reply