গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫
২৬ এপ্রিল বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি (বিপিএমবিএস) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিপিএমবিএস চট্টগ্রাম মহানগর শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাডভোকেট আবদুল আজিজের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া (Mofizul Hoque Bhuiyan)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. মঈন উদ্দিন আহমদ এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবিএম ইমরান।
এছাড়াও বক্তব্য রাখেন হাজী নুরুল হক, অ্যাডভোকেট আবু বক্কর, এইচএম ওসমান গণি চৌধুরী, কামরুল হুদা, কামরুল ইসলাম, মোহাম্মদ মিয়া এবং জামশেদ হায়দার।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নগর শাখার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উম্মে ফেরদৌস, মনিরুজ্জামান, যুগ্ম মহাসচিব মো. কামাল হোসেন সামির, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ আকাশ, দপ্তর সম্পাদক পারভেজ ইয়াসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সোহেল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. জাফর এবং নির্বাহী সদস্য সাজ্জাদ হোসাইন, মনজুর, সাইদুর রহমান টিটু, আলাউদ্দিন, সুমন, শাহজান, বেলাল, ইলিয়াস, নাছির, নুরুল আলমসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় ভূমিকা প্রত্যাশা করেন।
বার্তাপ্রেরক,,,,,,,,,,,,,,
পারভেজ ইয়াসিন
+880 1815-336268
দপ্তর সচিব,
বিপিএমবিএস,
চট্টগ্রাম মহানগর।
ইং-২৬.০৪.২৫ তারিখ।
Leave a Reply