“জলবায়ুর সুবিচার এখানেই, এখনই” স্লোগানে বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ৩৪টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে ফ্রাইডে’স ফর ফিউচার’র জলবায়ু ধর্মঘট কর্মসূচিতে অংশনেন ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর। নেটওয়ার্ক গ্লোবালের ট্রেনিং এন্ড ক্যাম্পেইন লিড ইসমাইল হোসেন মেহরাজ ও লাল সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়েজ সাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জলবায়ু ধর্মঘটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ এম মাহবুব চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, প্রাবন্ধিক নেছার আহমেদ খান, রিজাউর রহমান, লয়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, নোমান উল্লাহ বাহার, আবদুস সবুর।
ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুর ইসলাম ইরফান, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম, আহমেদ রেজা চিশতি, আমজাদ হোসেন, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ ইরফান। ফুটন্ত ফুলের আসর পরিবেশ ও জলবায়ু সচেতন করতে বিভিন্ন প্ল্যাকার্ড তৈরি করে।
‘পুকুর নদী ধ্বংস করে, বর্জ্য ফেলে কারা, জীবন কি আর বাঁচতে পারে; পানির নহর ছাড়া? ‘পানি ছাড়া ফুল ফুটে না, সেই পানিতে বিষ, বৃষ্টি কমে ফি বছরে; চিন্তা অহর্নিশ ‘সুন্দর পরিবেশ রক্ষার দায়িত্ব আমার! আপনার!! সবার!!! আমাদের পানি দূষিত বায়ু দূষণের ভারে ক্লান্ত!! সুখময় জীবনের জন্য আর দেরি নয়! শুরু করি সবুজের বুনন!!!
‘প্লাস্টিকেরই সুনামিতে হুমড়ি খেয়ে পড়ছি এই ধরণীর প্রাণ বাঁচাতে কেউ কি কিছু করছি?’People Over Profit ‘ Climate Action NOW’ ‘Plant Trees, SAVE Planet’ ”SAVE WaTER
SAVE NaTURE’
এসময় বক্তারা বলেন, জলবায়ুর নায্যতা ও টেকসই ভবিষ্যৎ গড়ার জন্য কার্বন নিঃসরণ কমানো, জ্ব্বালানী বন্ধ করে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে এবং শক্তিশালী জলবায়ু কমিশন গঠন করতে হবে। সে সাথে কমিশনে যুব নেতৃত্ত্বের অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
ধর্মঘটের পূর্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি নগরীর টাইগার পাস হতে শুরু হয়ে সিআরবি, পলোগ্রাউন্ড, টাইগারপাস মোড় লালখানবাজার, স্টেডিয়াম প্রদক্ষিণ করে সিআরবি সাত রাস্তার মোড়ে শেষ হয়।
Leave a Reply