চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা সেচ্ছাসেবক দল নেতা মো: নুরে আলম নুরু কে কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার এবং সাজানো অস্ত্র মামলার বিচার বিভাগীয় তদন্তে ও মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩রা মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন অনতিবিলম্বে গরিবের বন্ধু ১ নং ঝিলের হাজার হাজার মানুষের আশ্রয়স্থল নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নুরুর বিরুদ্ধে ঘুষ গ্রহনের মাধ্যমে কতিপয় পুলিশ কর্মকর্তা একটি আওয়ামীপন্থী সন্ত্রাসী গ্রুপকে পুর্নবাসনে করা এই মিথ্যা মামলা ও নির্যাতনের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানায় আমরা সাধারণ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছি।
মানববন্ধনে ১ নং ঝিলের স্থানীয় এলাকাবাসী ও সেচ্ছাসেবক দলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply