রাজনৈতিক পালাবদলে নতুন কোন সিন্ডিকেট যাতে গড়ে না উঠে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। —-ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দিতে হবে। রাজনৈতিক পালাবদলে নতুন কোন সিন্ডিকেট যাতে গড়ে না ওঠে সেই ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরো বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য উলামায়ে কেরাম ও নাগরিকদের সমন্বয়ে সামাজিক কমিটি গঠন করা যেতে পারে।
আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার) বাদ জুমা, নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে এবং মাহে রমজানের আগমন উপলক্ষে সমাবেশ ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর বেলাল নূর আজিজ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারীর সভাপতিত্বে ও নগর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট পারভেজ তালুকদার, নগর সিনিয়র সদস্য, আলহাজ্ব আবুল কাসেম মাতাব্বর, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি, শ্রমিক নেতা নবাব মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, নগর ইসলামী আন্দোলনের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম শাহীন, নগর সিনিয়র সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা নাজিম উদ্দিন চৌধুরী এনেল, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সেক্রেটারি যুবনেতা মাসুদুর রহমান আল হাবিবি, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি আব্দুল কাদের প্রমুখ।
Leave a Reply