মানবিক সমাজ গঠনে দরিদ্র প্রতিবেশীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা জরুরি- অধ্যক্ষ হেলালী
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানবিক সমাজ গঠনে ইসলাম নির্দেশিত পন্থায় দরিদ্র প্রতিবেশীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়তে সমবন্টন ও সুসম উন্নয়ন নিশ্চিত করতে হবে, যাতে ধনী-দরিদ্র সবাইকে একসাথে নিয়ে রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছতে পারে।
আজ ১ মার্চ, বিকেল ৩টায় জামায়াতের মুরাদপুর ওয়ার্ডে ২২০ দুস্থ মানুষের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে এবং পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামী’র আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তাওহীদ আজাদ, শফিউল আজিম মন্টি, শহিদুল্লাহ তালুকদার, নুরুল ইসলামসহ স্থানীয় ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply