কসমেটিক্স প্রিয় আপুদের জন্য সুখবর* মাহে রমজানের ঈদ উপলক্ষে কসমেটিক্সের*বিশাল সমাহার রয়েছে *আকসা গ্ল্যামার শপে* চট্টগ্রামে কসমেটিক পণ্য কেনার জন্য অনেক বিশ্বস্ত এবং মানসম্পন্ন শপ রয়েছে তাদের মধ্যে অন্যতম ও সৌন্দর্য জগতে বেশ জনপ্রিয় চট্টগ্রামের বহদ্দারহাট ফিনলে সাউথ সিটি’র দ্বিতীয় তলায় ২২২ নাম্বার শপে অবস্থিত আকসা গ্ল্যামার শপ।
আকসা গ্ল্যামার শপে পাবেন মানসম্মত কসমেটিক, বিদেশি বিভিন্ন প্রসাধনী সামগ্রি,বিদেশি ব্যাগ, জুয়েলারি, বেবি কেয়ার, স্কিনকেয়ার, আন্তর্জাতিক ব্র্যান্ডের অরিজিনাল পণ্য, ত্বকের যত্ন, চুলের যত্ন এবং মেকআপ পণ্যের একটি বিশাল কালেকশন সহ
বিভিন্ন ব্র্যান্ডের বিশাল সংগ্রহ সহ নামীদামী অনেক পন্য।আকসা গ্ল্যামার শপ থেকে কসমেটিক পন্য কিনে খুশি ক্রেতারা তাদের অনূভুতি ব্যক্ত করেন।
আকসা গ্ল্যামার শপের স্বাতাধিকারী জানান ঈদ উপলক্ষে রয়েছে নতুন পন্যের সমাহার পাবেন পন্য ক্রয়ে বিশেষ সুবিধা!
Leave a Reply