যুগ অনুযায়ী আমরা এ,এম, আর ইস্যুতে অনেক পিছিয়ে আছি-ডা: জাহাঙ্গীর আলম চট্টগ্রাম সিভিল সার্জন
টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ওয়াটারএইড বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায়, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের বাস্তবায়নে ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের দ্বিতীয় ধাপে এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ে একটি ওয়ার্কশপ এর উদ্যোগ গ্রহন করা হয়েছে। যা প্রকল্পের স্টেকহোল্ডারদের সচেতনতা গড়ে তুলতে “প্রতিরোধ করুন এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স”, স্ব্যাস্থ গত ঝুঁকির দিক গুলো চিহ্নিত করতে সহায়ক হয়েছে। উক্ত কর্মশালায় ওয়াটারএইড বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: আওরঙ্গজেব আল হোসাইন কর্মশালার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশান প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন, সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) সিটি কর্পোরেশন প্রতিনিধি, থানা শিক্ষা অফিস, স্কুল, মাদ্রাসা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সিবিও প্রতিনিধি।
উক্ত কর্মশালায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডা: জাহাঙ্গীর আলম সিভিল সার্জন চট্টগ্রাম। তিনি বলেন, যুগ অনুযায়ী আমরা এ,এম, আর ইস্যুতে অনেক পিছিয়ে আছি। আজকে আমরা অনেক সুন্দর প্রোগ্রাম করছি। কোভিড থেকে আমরা অনেক কিছু শিখেছি। আজকের প্রোগ্রামে সকল ধরনের অংশগ্রহনকারী দেখে আমার অনেক ভাল লাগছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এ,এম,আর উপর একটি জরিপ করা জরুরী মানুয় কত % এই বিষয়টি জানেন। তিনি আরো বলেন সকলের সমন্বয়ে কমিউনিটিকে ভয়েজ রেইজ করতে হবে, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। তিনি উপস্থিত সকল অংশগ্রহনকারী, ওয়াটারএইড ও ডিএসকে কে আন্তরিক ধন্যবাদ জানান এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: জাকির হোসেন, হেড অব ডিপার্টমেন্ট মাইক্রো বাইলোজী এন্ড ইমিয়োনলজী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাট, চট্টগ্রাম। তিনি বলেন, আজকের প্রোগ্রামের উপস্থাপনা আমরা দেখলাম যা অত্যন্ত তথ্যবহুল। সমাজে আমরা এখনো মানুয়ের জন্য এ,এম, আর ইস্যূতে নিরাপদ জোন তৈরী করতে পারিনি, ব্যাক্তি সচেতনার কোন বিকল্প নেই। দেশের স্বার্থে জনগনের স্বার্থে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করে যেতে চায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:আবুল ফয়সাল মো: নুরুদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি বলেন সর্বপ্রথম ডিএসকে এবং ওয়াটার এইড বাংলাদেশকে ধন্যবাদ জানায় এমন জনবান্ধব অনুষ্ঠানের আয়োজন করার জন্য। বাংলাদেশের চট্টগ্রাম শহরে এ,এম, আর, ইসূতে কিছুটা হলে ও সচেতনতা আছে। আমরা চাই মানুষ আরো বেশী বেশী এই বিষয়টি জানুক এবং মানুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: মাহামুদুর রহমান ডিরেক্টর হেলথ, ডিএসকে ঢাকা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন আরেফাতুল জান্নাত প্রকল্প ব্যবস্থাপক দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকের)।
Leave a Reply