তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি, শনিবার, দিনব্যাপী চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ এর চট্টগ্রাম পর্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির, বিজনেস স্কুলের ডিন ড. সৈয়দ মনজুর কাদের।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আবেদন ব্যবস্থা সহজীকরণ, ভবিষ্যতে পরিবেশবান্ধব গ্রিন ডেলিভারি পরিষেবা, মহিলাদের জন্য নিরাপদ, ঝামেলামুক্ত, দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে পরিবহন সমাধান বিষয়ক স্টার্টআপ শীর্ষস্থান অর্জন করে। পরে অতিথিরা বিজয়ী স্টার্ট আপ প্রকল্পগুলোর হাতে চেক তুলে দেন।
এ সময় তারা ,তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল এবং কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেলগুলিকে উৎসাহিত করার আহবান জানান।
Leave a Reply