আকিদা শুদ্ধ, এবাদত কবুলের পূর্ব শর্তঃ
হযরত আঃ কাদের জিলানীর সেমিনারে
বক্তাগন”
“সাতগাছিয়ার পাহাড় চূড়ায় পীরানপীরের আস্তানা”বিষয়ে সাতগাছিয়া দরবার শরীফের উদ্যোগে বড়পীর হযরত আবদুল কাদের জীলানী(কঃ)এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে গতকাল ২২ ফ্রেরুয়ারী শনিবার বিকেলে চট্টগ্রামে প্রেসক্লাবে বাংলা একাডেমি ডা.সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে উক্ত দরবারের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ ছুফি সৈয়দ আবু নুরুল আতাহার বিল্লাহ (কানুন)সুলতান পুরী ম.জি.আ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহিদুল করিম কচি।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব কাইছার হামিদ। প্রধান আলোচক ছিলেন আল্লামা ইব্রাহিম আলকাদেরী, আল্লামা শায়েস্তা খান, সাইফুল্লাহ ফরুকী, মাসুম কামাল আজহারী, ড. সীব প্রসাদ সুর, আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী, আবুল ফজল মুহাম্মদ মনছুর উল্লাহ সুলতানপুরী, বক্তরা বলেন, মুনঈমী ছিলছিলার ফয়ুজাত বিশ্বব্যপি। পটিয়া সাতগাছিয়ার দরবার শরীফ, কাজী বাড়ীর ছিলছিলা ও হযরত মুনঈমী পাকবাজের অন্তভুক্ত।
বক্তাগন বলেন,অলিগণের সান্নিধ্যে মানুষের আকিদা পবিত্র ও মজবুত হয়।আকিদা ছহি হলে
আল্লাহর নিকট এবাদত কবুল হয়।আকিদা শুদ্ধ হয়া ইবাদাত কবুলের পূর্ব শর্ত।
এ উপলক্ষে “সাতগাছিয়ার পাহাড় চূড়ায় পীরানাপীরের আস্তানা” নামের ছোট একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছে।
Leave a Reply