নির্বাচনী প্রস্তুতি নিতে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে নগর স্বেচ্ছাসেবক দল
শুক্রবার বিকেলে নগরীর বাকলিয়ায় চট্টগ্রাম মহানগর ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজিত কর্মী সভায় এ আহ্বান জানান তারা। বলেন, ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। তাই একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই এদেশের জনগণ গণতন্ত্র ফিরে পাবে। এছাড়াও তারেক রহমানকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়ে দেশের মাটিতে ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয় সভায়। বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদের সঞ্চালনা ও আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব, ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসেন স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।
Leave a Reply