মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন, অন্যথায় অন্দোলন
চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৮ বছর পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হামলা, মামলা ও জেল জুলুম, নির্যাতন, নিপীড়নে জামায়াত শিবিরসহ বিরোধী দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। এখনো জামায়াতের কেন্দ্রীয় ও মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারারুদ্ধ। তিনি বয়স্ক লোক এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। মিথ্যা মামলায় ও ন্যায় ভ্রষ্ট বিচারিক রায়ে তিনি দন্ডপ্রাপ্ত অথচ তিনি সম্পূর্ণ নিরপরাধ। তিনি আরও বলেন, অবিলম্বে এটিএম আজহারুল ইমলামকে মুক্তি দিতে হবে। অন্যথায় জামায়াত রাজপথে আন্দোলন করতে বাধ্য হবে। সাম্রাজ্যবাদ ও অধিপত্যবাদের বিরোধী নেতা হিসেবে তার জামিন নিয়ে তালবাহানা করা হচ্ছে। জাতি তা বরদাশত করবে না। আশা করি মজলুম জননেতা এটি এম আজহারুল ইসলামকে মুক্তি দিলে দেশের বর্তমান সরকার আঠারো কোটি দেশ প্রেমিক জনগণের সরকার হিসেবে আখ্যায়িত হবেন এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, মানুষের ব্যবহার্য নিত্য পণ্যের দাম রমজানে সহনীয় পর্যায়ে থাকবে। তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ‘ডেভিল হান্ট’ অপারেশন আরো জোরদার করার দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার থানা প্রতিনিধি সম্মেলনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালালেও তার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। তিনি বলেন, ফ্যাসিবাদীদের দালাল ও গুম, খুন ও দুর্নীতিতে এবং চোরা চালানে যারা জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ তাহের, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিশিষ্ট আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, মাহমুদুল আলম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, থানা আমির ফারুকে আজম, আবুল মোকাররম, মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, এম এ গফুর, সুলতান আহমদ,আহমদ খালেদুল আনোয়ার, মাহবুবুল হাসান রুমী, মুহাম্মদ নুরুল আলম ও অধ্যক্ষ মুহাম্মদ সেলিম উদ্দীন, শাহজাহান মহিউদ্দীন, মুহাম্মদ সেলিম উল্লাহ জামান, আলতাফ উদ্দীন, আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।
ক্যাপশন: চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্য রাখছেন নগর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
Leave a Reply