প্রতি ট্রাকে দেয়া হচ্ছে ২শ’জনের পণ্য
চট্টগ্রামে
টিসিবির ট্রাকসেলে পণ্যের জন্য হুড়োহুড়ি, পণ্য না পেয়ে ক্ষোভ
চট্টগ্রামে দীর্ঘ এক মাস টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি বন্ধ থাকার পর ডিলারদের মাধ্যমে ট্রাকসেলে পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে ডিলারদের প্রতি ট্রাকে পণ্য দেয়া হচ্ছে মাত্র ২০০ জনের। যা উপস্থিত ক্রেতাদের তুলনায় একেবারেই নগন্য।
যার কারনে নগরীতে টিসিবির প্রতিটি ট্রাকেই পণ্য নেয়ার জন্য সাধারণ মানুষের হুড়োহুড়ি-কাড়াকাড়ি এবং হাতাহাতির ঘটনা ঘটছে। বলে অভিযোগ করেন ক্রেতাদের
নগরীর জামালখান মোড়ে, টাইগাপাস এলাকাসহ নগরীর বিভিন্ন স্পটে গিয়ে দেখা গেছে, টিসিবির ট্রাক আসার আগে থেকেই ওই এলাকা গুলোতে শত শত মানুষ টিসিবির পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু টিসিবি ট্রাকে পণ্য আছে মাত্র ২০০ জনের। যার কারনে ট্রাক আসার সাথে সাথেই ক্রেতাদের মাঝে শুরু হয়ে যায় পণ্য নিয়ে কাড়াকাড়ি।
তীব্র রোদে দীর্ঘক্ষণ টিসিবির ন্যায্যমূল্যের জন্য লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে শত শত মানুষে ক্ষোভ
অনেকেই টিসিবির ট্রাক ডিলারদের সাথে ঝগড়ায়ও মেতেছেন। এ সময় পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়া সাধারণ মানুষ গুলো টিসিবির পণ্য বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন।
Leave a Reply