দেশে গেল এক যুগে এক কোটি ১১ লাখ মানুষ নতুন করদাতা হয়েছেন, তবে তাদের ৭০ শতাংশ আয়কর রিটার্ন দেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বার্ষিক ভোজ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম কর আই-নজীবী সমিতি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগে আয়কর দাতার সংখ্যা ২১-২২ লাখ ছিল। গত ১০-১২ বছরে এক কোটি ১১ লাখ নতুন আয়কর দাতা নিবন্ধন হয়েছে। কিন্তু তাদের ৭০ শতাংশ আয়কর রিটার্ন দেন না। এর কারণ হল কর আইনজীবীরা তাদের ক্লাইন্টদের আয়কর না দিলে কী সমস্য হবে সেটা বুঝিয়ে বলেন না। আবার এনবিআরের যে পরিদর্শকরা আছেন তারা করদাতাদের বাড়ি ভিজিট করেন না, তদারকি করেন না। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রমিজউদ্দিন আহমেদ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এ.এস.এম. বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দীন প্রমুখ।
Leave a Reply