চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা সম্পন্ন।
চট্টগ্রাম প্রেস ক্লাব ইন্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে
চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক মোহাম্মদ মোরশেদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জান্নাতুল করিম খোকন।
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব জালাল আহমেদ চৌধুরী, আবু তাহের,চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সদস্য লেখক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম,নাসির উদ্দীন, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম আহ্বায়ক আয়ুব খান,সদস্য সচিব এড. মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিএম কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আবুল বাশার।
কামরুল হাসান আজাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন হক, ফখরুল আলম সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শকে এদেশের মানুষ সারা জীবন স্মরণে রাখবে।তিনি দেশের মাটি ও মানুষকে ভালবাসতেন।
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৯ দফা কর্মসূচি দেশের উন্নয়নে মাইলফলক ছিল। আধুনিক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে জাতীয়তাবাদী ফোরা মের সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি সুন্দর আয়োজনে সকলের সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ও আগামীতে এ সংগঠনের পাশে থেকে জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে মানুষ এবং মানবতার কল্যানে কাজ করার আহবান জানান।
Leave a Reply