বিএনপি নেতা কামরুল হুদা বললেন
‘কোনো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান’
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কোনো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান’
ছবি : কালের কণ্ঠ
ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছে কোনো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লব আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তিনি লন্ডনে বসে আমাদের দিয়ে এ আন্দোলন সফল করেছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা এ মন্তব্য করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামরুল হুদা আরো বলেন, ‘এখন নতুন শব্দ সমন্বয়ক, তারা দাবি করে ৫-১০ দিনে নাকি তারা দেশ স্বাধীন করেছে। অথচ তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করেছেন। এ আন্দোলন ৫-১০ দিনের বিক্ষোভের ওপর নির্ভরশীল ছিল না বরং বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ
সফল হয়েছে।’
Leave a Reply