ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে জাবেদ গ্রুপের লোকজন একটি মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফটিকের লোকজন বাধা দেয় এবং হামলা চালায়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে প্রায় আধাঘণ্টা ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী বলেন, ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একজন পথচারীকে আহত অবস্থায় পেয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
Leave a Reply