চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মোটে ১০ দিন বাকি, এর মধ্যে দুঃসংবাদের শঙ্কা জেগেছিল নিউজিল্যান্ড দলে। টুর্নামেন্টের আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে গতকাল পাকিস্তানের মুখোমুখি হয়েছিল কিউইরা। এ ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে বল সরাসরি কপালে আঘাত হানে রাচিন রবীন্দ্রর। সে সময় রক্তও দেখা যায় রবীন্দ্রর কপালে। এ ঘটনায় গাদ্দাফি স্টেডিয়ামের নিম্ন মানের ফ্লাডলাইট নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
রবীন্দ্রকে মাঠেই প্রাথমিক চিকিৎসা করে পরে বাইরে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের চোটের আশঙ্কা করা হয়েছিল। তবে আজ নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চোট তেমন গুরুতর নয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের ইনিংসের ৩৮ তম ওভারে রাচিন রবীন্দ্র যখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন, তখন বল ধরতে গিয়ে কপালে বল লেগেছে। মাঠেই ওর কিছুটা চিকিৎসা করা হয়েছিল। যদিও ওর রিপোর্ট ভালো আছে। প্রথমে তার হেড ইনজুরি অ্যাসেসমেন্ট (এইচআইএ) করা হয়েছিল এবং এইচআইএ প্রক্রিয়ায় পর্যবেক্ষণে রাখা হবে।’
রবীন্দ্রর চোটের ঘটনাটা ঘটেছিল পাকিস্তান ইনিংসের ৩৮তম ওভারে। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৮ রানে ব্যাটিং করছিল পাকিস্তান। ব্রেসওয়েলের করা ওই ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন খুশদিল শাহ। কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক না হওয়ায় ডিপ ব্যাকওয়ার্ড লেগ অঞ্চলে ক্যাচ ওঠে। সেটা ধরার জন্য পজিশন নেন রবীন্দ্র। কিন্তু বলটি ঠিকঠাক দেখতে পাননি ফ্লাড লাইটের আলোকস্বল্পতায়। বল গিয়ে সরাসরি আঘাত করে কিউই তারকার কপালে। সে সময় মাটিতে বসে পড়েন রবীন্দ্র। তাঁর কপালে এ সময় রক্তও দেখা যায়।
Leave a Reply